শীত এলো

শীত এলো পৌষের টানে
ঘাস ভিজে শিশির গানে
শীত ডাকে
শিশির বাঁকে
লেপ বনের হৃদয় টানে।

শীত এলো মাঘের মেলায়
রোদ-শীতের মিষ্টি খেলায়
দূর্বাঘাসে
মুক্তা ভাসে
মিষ্টি রোদের সকাল বেলায়।

শীত এলো ধরার বুকে
বন্দনা সুর মনের মাঝে
জাগে ছন্দ
হৃদয় বাগে
শীত মাতায় অচীন সুখে।

মো: আরমান
শিক্ষার্থী, দশম শ্রেণি, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটিউশন, কক্সবাজার

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.