আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সাময়িক চমকপ্রদ আবিষ্কার হলো ChatGPT, এটি ইতিমধ্যে প্রতিযোগিতাময় টেকনোলজির বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই এ সিস্টেম ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছে। আজকের এ ফিচারে আমরা জানবো ChatGPT কি এবং এটি কিভাবে ব্যবহার করা যাবে একইসাথে ChatGPT নিয়ে বিস্তারিত তথ্য তোলে ধরা হয়েছে।
ChatGPT (Generative Pre-trained Transformer) এটি OpenAl (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কর্তৃক পরিচালিত চ্যাটবট মডেল যা জেনারেটিভ কমান্ডের উত্তর প্রদান করা। এটি মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত একটি ন্যাচারাল বা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ মাধ্যম।
সহজ করে বলতে গেলে ChatGPT হচ্ছে এমন একটা চ্যাটবট সিস্টেম যা মানুষের প্রশ্নের সাথে মানুষের মতো করে চিন্তা ভাবনা করে যেকোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করে দিতে পারে আপনাকে। মজার বিষয় হচ্ছে, ChatGPT নিজে আসলে কিছু জানে না। এটি আসলে একটি Al সিস্টেম যা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য খুঁজে এনে মানুষদের মতোই সাজিয়ে উপস্থপন করে। খুব শীঘ্রই আগামী ভবিষ্যত গুগলের বিপরীতে এই ChatGPT ব্যবহার করবে।
ChatGPT ২০২২ সালের ৩০ নভেম্বর প্রোটোটাইপ হিসেবে চালু করা হয়েছিলো। ChatGPT এর তিনটি ভার্সন আছে – ChatGPT, ChatGPT 2, ChatGPT 3। এছাড়া বর্তমানে বহুল প্রচলিত হলো ChatGPT 3.5, এটি OpenAI এর GPT-3.5 পরিবারের বৃহৎ ভাষা এবং কৌশল শেখার শক্তিবৃদ্ধির তত্ত্বাবধানে উভয়ের সাথেই সুসংহত।
আরও পড়ুন- মহাবিশ্ব প্রসারিত হচ্ছে!
GPT 3.5 এর তত্ত্বাবধানে ChatGPT সূক্ষ্ম সমন্বয় করা হয়েছিল যা শিক্ষার পাশাপাশি শক্তিবৃদ্ধি শেখার জন্য ব্যবহার করে। ব্যবহারকারী ও সাহায্যকারী উভয় মাধ্যমেই মডেলটির পারফরম্যান্স উন্নত করতে মানব প্রশিক্ষণ কার্যরত রয়েছে। শিক্ষার তত্ত্বাবধানের ক্ষেত্রে, মডেলটি কনভার্সেশন প্রদান করবে যা ব্যবহারকারী এবং Al সাহায্যকারী উভয় দিক হতেই পরিচালিত হবে। শক্তিবৃদ্ধির ধাপে মানব প্রশিক্ষকরা প্রথমত প্রতিক্রিয়াগুলিকে র্যাঙ্ক করেছেন যা মডেলটি পূর্ববর্তী কনভার্সেশন তৈরি করেছিল।
এই র্যাঙ্কিংগুলি ব্যবহার করা হয়েছিল পুরষ্কৃত মডেল তৈরিতে যা মডেলটিকে Proximal Policy Optimization (PPO) এর কয়েকটিকে পুনরাবৃত্ত করে ব্যবহার করা হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ChatGPT ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং আরও প্রশিক্ষণ ও তথ্যের উন্নতিকরণ করে ব্যবহারীদের নিকট তথ্য প্রদান করে। ব্যবহারকারীরা ChatGPT থেকে প্রাপ্ত প্রতিক্রিয়াগুলিকে আপডেট বা ডাউনলোড করার অনুমতি পায়। তারা অতিরিক্ত প্রতিক্রিয়া সহ একটি টেক্স ক্ষেত্রও পূরণ করতে পারে।
আরও পড়ুন- মোটিভেশনাল ভিডিও সত্যি কি অনুপ্রেরণা করে?
আমরা যেকোন কিছু জানতে Google Assistant বা Apple এর Siri এর মাধ্যম নেই। কিন্তু OpenAl এর ChatGPT এসবকিছুর উদ্ধে বলে আশা করা হচ্ছে। এটি অল্প সময়ে ব্যবহারকারীর কমান্ডমতো ইমেল তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা, কোন অনুষ্ঠান সম্পর্কে প্ল্যানিং করা, কঠিন ম্যাথের অল্প সময়ে সল্ভ করা। এমনকি প্রোগামাররা তাদের জটিল কোডিং এর ক্ষেত্রেও ChatGPT ব্যবহার করতে পারে। ChatGPT এর ক্ষমতা কিন্তু বেশ উন্মুক্ত। এটি আবার বেশ ভালোভাবে কনভার্সেশন অনুসরণ করতে পারে। অর্থাৎ একই চ্যাটে যেসব বিষয়ে কথা হচ্ছে তার সবকিছুরই খেয়াল রাখে এই Chatbot।
২০১৯ সালে মাইক্রোসফট ১ বিলিয়ন ডলার খরচ করে OpenAl এর জন্য। এর প্রতম সাক্সেলফুল সিস্টেম ছিল DALL-E 2। এটি মূলত ইমেজ জেনারেটর। এরপর সাময়িক জনপ্রিয় সিস্টেম হচ্ছে ChatGPT। এটি মাইক্রোসফটের Bing এর সাথে কানেক্ট করার প্রস্তুতি পরিকল্পনা চলছে। এমনটা হলে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে Bing ২য় স্থানে আসতে পারে। ChatGPT এর Api call বর্তমানে শতভাগ বিনামূল্যে বহন করছে OpenAl। তবে ব্যবহারকারীরা সেবা বিনামূল্যে পেলেও এর পিছনে অনেক ব্যয় করতে হচ্ছে। তাই ভবিষ্যতে প্রতি Api call এবং সাবস্ক্রিবশনের জন্য কিছু চার্জ প্রদান করা লাগতে পারে।
সবশেষে, এই ChatGPT এর এত ভালো দিক হওয়া সত্ত্বেও এর খারাপ দিকটার প্রভাব আমরা ভয়াবহ ভাবে টের পেতে চলেছি। ব্যবহারকারীর কমান্ডমতো চলতে থাকলে সামনে৷ মানুষদের সৃজনশীল আর মেধার পরিচয় লোপ পেতে চলেছে। শিক্ষার্থীরা তাদের কাজ এই সিস্টেমের মাধ্যমে করিয়ে নিলে তাদের মেধা বিকাশে বাধাগ্রস্থ হবে।
এছাড়াও মানুষ এই সিস্টেম ব্যবহারের ফলে তাদের সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটানো থেকে দূরে চলে যাবে। তবে আমাদের ChatGPT এর ভালো দিকটা ব্যবহার করার পাশাপাশি নিজের সৃজনশীল ও মেধা বিকাশের দিকটিও মাথায় রাখতে হবে।
নওশিন জাহান
একাদশ শ্রেণী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.