আমি পূর্নতা খুঁজি, মেঘের রাজ্যে
পাখির গানে মেলেনা সূর।
আমি হৃদপিন্ডের ধুকপুকানির
ডমরু শুনি বড়জোড়।
আমি সাজানো প্রেমের গল্প লিখি,
ছন্দ মেলানো মিথ্যে
আমি ভৃত্যের ন্যায়, খুঁজি ফিরি সব
আফিমের ঘোরে নৃত্যে।
আমি স্বত্ত্বাহীনের কুৎসিত বুলি
রক্ত পানে ব্যাস্ত,
আমি নিশাচর,আমি উদ্ভট
আমার মৃতপ্রায় মস্তিষ্ক।
আমি এখানে, ওখানে, যেখানে, সেখানে
ফেলে যাই পদচিহ্ন
আমি গলা টিপে ধরি,ভবিষ্যতের
নেশাতুর কাল পিন্ড।
আমি কবিতায় শুনি বোবা কান্না
শহুরে মলিন রাতে,
আমি চিৎকার করে, দমে যাই
পরতি অচেনা কালো প্রাতে।
আমি বক্ষ চিরে ছুটে চলি হায়
রক্তাক্ত লালেন অর্থ।
আমি রঙ্গমঞ্চে দাড়ায়ে বলি
কোথায় অন্ধ স্বার্থ?
অশিষ্টতায় রূদ্ররূপি আমি
চির বিনয়ে নত।
বিহ্বলতায় ক্ষুব্ধ আমি
ক্ষত-বিক্ষত।
নতজানু শিশু আমি
সত্যের অধিকারী।
ঈষৎ মিথ্যা,কূটঘাতক
ভীষণ অত্যাচারী।
রবীন্দ্র,কাজী,আহসান আমি
আমি কায়কোবাদ
মোস্তফা,গুন,সত্যেন্দ্র আর
আমিই অতুল প্রসাদ।
লেলিহান অগ্নি শিখা আমি,
চন্দ্রের ন্যায় স্নিগ্ধ।
আমি রবির মতো নির্ভয়
আমি অম্লান তনু চিত্ত।
আমি তন্দ্রায় ভাসি স্বপ্নে
আমি দূর্গম করি জয়।
আমি বিহঙ্গ হয়ে আকাশে উড়ি
আমিতেই আমার নিলয়।
শান্ত দেবনাথ
শিক্ষার্থী, একাদশ শ্রেণী,জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।
Comments are closed.