জাগ্রত হও হে মুমিন
জাগ্রত হও তুমি
অন্যায়ের বিরুদ্ধে কর প্রতিবাদ
দাঁড়াও তুমি রুখে।
করছে যারা অবমাননা আমাদের
কর তাদের বিরুদ্ধে প্রতিবাদ
হেরে যেও না তাদের কাছে
রুখে দাঁড়িয়ে কর প্রতিবাদ।
করছে যারা আমাদের শোষণ
কর তোমরা প্রতিবাদ
তাদের বিরুদ্ধে
তাদের কাছে হার মানো না
রুখে দাঁড়াও তাদের বিরুদ্ধে।
আঘাত যারা করছে আমাদের
কর তাদের আঘাত তুমি।
করব আমরা বিশ্বজয়
কোরআন এর শাসন দিয়ে।
মো: আরমান
শিক্ষার্থী, দশম শ্রেণি, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটিউশন, কক্সবাজার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.