নূরের আগমন

পাপের বেড়াজালে আবদ্ধ বসুধা
যবে জ্বলিয়া পুড়ে
নূর রূপে মরু বক্ষে আগমন
আমিনা মায়ের কুড়ে

রুক্ষ মরুর বুকে এক পলশা অম্বু
তুমি, প্রশান্তির লেশ
আগমে তারি সূচন নূরের; সমাপি
অঘ-পাতক,ক্লেশ

ভূ-গর্ভের দুহিতা সত্কার, ভূ-পৃষ্ঠে
গর্ভধারিণীর নির্বাক চিৎকার
নূরের কিরণে দুহিতা সত্কার
করিলেন উদ্ধার

সাম্য-শান্তির ন্যায়ের পথে আহ্বানে
রক্ত দান
সত্য-সততা,সাম্য-সম্প্রীতি,ন্যায়
তারি শিরোনাম

উম্মতের লাগি হাজার‌ও অশ্রু-রক্ত
দিয়া, সহিয়া অপমান
তোমরা কি আজ দিচ্ছো তারি প্রতিদান?

লেখক: সুমাইয়া মমতাজ

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.