স্কটল্যান্ড এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ড যে জার্সি পড়ে মাঠে নেমেছিল তার ডিজাইনার ১২ বছর বয়সী রেবেকা ডাউনি নামে এক ছাত্রী।
সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড তাদের অফিসিয়াল টুইটারে ১২ বছর বয়সী রেবেকা ডাউনিকে ধন্যবাদ জানিয়েছে। যিনি এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের জার্সির ডিজাইনার এবং একই সাথে চলমান টি -টোয়েন্টি বিশ্বকাপে অনুদান দিচ্ছেন।
স্কটল্যান্ডের এবার জার্সিটি বেগুনি-কালো রঙের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। সাধারণ বিশ্বমঞ্চের আসরে কোন দল কেমন জার্সি পড়ে খেলে তা নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ থাকে। যেখানে দেশটির জাতীয় পতাকাসহ সংস্কৃতির সঙ্গে মিল রেখে জার্সির ডিজাইন করা হয়।
দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রায় ২০০ স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্সির ডিজাইন চেয়েছিল ক্রিকেট স্কটল্যান্ড। সেখান থেকে রেবেকার করা এই ডিজাইনটি নজর কেড়েছে দেশটির ক্রিকেট বোর্ডের। সমর্থকদের বিচারে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের স্কটল্যান্ডের জার্সিটি অন্যতম সুন্দর।
বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, ‘স্কটল্যান্ডের জার্সি ডিজাইন করেছে হ্যাডিংটন থেকে ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। তিনি টিভিতে আমাদের প্রথম খেলা দেখতেছিলেন। গর্বের সাথে নিজের ডিজাইন করা জার্সি পড়ে খেলা দেখছিলেন তিনি। সে যে ডিজাইনটা করেছে তা গর্বের। ধন্যবাদ রেবেকা।’ সূত্র: নট আউট
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.